আর্কাইভ থেকে বাংলাদেশ

তিস্তা নদীর পানি বণ্টনে ভারতের সাহায্য চাইতে পারি : কাদের

তিস্তা নদীর পানি বণ্টনে ভারতের সাহায্য চাইতে পারি : কাদের

ভারতের সঙ্গে ২১ বছর বিরোধ রেখে দেশের কোনো লাভ হয়নি। উল্টো ক্ষতি হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে। তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়েও আমরা তাদের সাহায্য চাইতেই পারি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

আজ রোববার (১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় প্রতিবেশী এ দেশটির কাছে বাংলাদেশ সাহায্য চাইতেই পারে বলে জানান ।

তিনি বলেন, আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়। আওয়ামী লীগের শক্তি এ দেশের জনগণ। জনগণ যাদের ক্ষমতার উৎস, তাদের অন্য কারো শক্তির কাছে জিম্মি হতে হয় না। বিদেশে আওয়ামী লীগের অনেক বন্ধু আছে। তবে কোনো প্রভু নেই। বিদেশে বিএনপির প্রভু অনেক। বিএনপি সারাক্ষণ বিদেশি প্রভুদের কাছে নালিশ করে বেড়ায়। আওয়ামী লীগ কখনো হতাশ হয় না। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সবাই কাজ করছেন।

এ ছাড়াও মে দিবস উপলক্ষে তিনি বলেন, আজ মে দিবস পালিত হচ্ছে। এটি একটি ঐক্যের দিন।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন আ.লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ। পরে অসহায় ও দুস্থদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন তিস্তা | নদীর | পানি | বণ্টনে | ভারতের | সাহায্য | চাইতে | পারি | | কাদের