বিএনপি

জনগণ পিআর পদ্ধতিতে নয়, পরিচিত গণতান্ত্রিক পন্থায় ভোট চায় : টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,  দেশের মানুষ গণতন্ত্রপ্রিয়তারা নতুন কোনো জটিল বা অজানা পদ্ধতিতে নয়,তারা চায় চেনা ও স্বাভাবিক নির্বাচনী ব্যবস্থাতেই ভোট দিতে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের ইবি রোডের পুরোনো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় তিনি একথা বলেন।

টুকু বলেন, “গণতন্ত্র রক্ষার আন্দোলন এখনও চলছে২০২৪ সালের আন্দোলন যেন সফল হয়, এটাই আমাদের লক্ষ্য। জনগণ কোনো ষড়যন্ত্র চায় না, তারা চায় শক্তিশালী, নির্বাচিত সরকার। পিআর পদ্ধতির কথা যারা বলছে, তারা গণতন্ত্রের মূল চেতনাকে বিভ্রান্ত করতে চাচ্ছে। জনগণ তা জানে না, বুঝেও নাতারা তাদের চেনা ভোটাধিকার প্রয়োগের পদ্ধতিই চায়।

তিনি আরও বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন একদলের নয়, তেমনি বর্তমান সময়ের এই গণতন্ত্র রক্ষার আন্দোলনও সবার। এটাই হচ্ছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানযার মূলশক্তি হচ্ছে ছাত্র-যুবকরা, সাধারণ জনগণ এবং নির্যাতিত মানুষ।

এই স্মরণসভায় তিনি বিশেষভাবে স্মরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে এ বিএনপি নেতা বলেন, “বাচ্চুই ছিলেন সিরাজগঞ্জ আন্দোলনের প্রধান সৈনিক। অকুতোভয় নেতৃত্বে তিনি আজও এক অনন্য উদাহরণ।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী এবং পরিচালনা করেন সাইদুর রহমান বাচ্চু। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম খান আলীম।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শামীম খান, যুগ্ম সম্পাদক নূর কায়েম সবুজ, মুন্সি জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম।

বৃষ্টিভেজা দিনেও জেলার ১৮টি সাংগঠনিক ইউনিটের হাজার হাজার নেতাকর্মী মিছিল-স্লোগানে অংশ নিয়ে স্মরণসভাকে এক গণজোয়ারে পরিণত করে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #টুকু