আর্কাইভ থেকে ফুটবল

সিবিএফকে আবারও নিষেধাজ্ঞার হুমকি ফিফা ও কনমেবলের

সিবিএফকে আবারও নিষেধাজ্ঞার হুমকি ফিফা ও কনমেবলের
মাঠে সময়টা একদম ভালো যাচ্ছে না ব্রাজিলের। তার মধ্যেই এবার নতুন বিপদে দলটি। ।চিঠি পাঠিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফকে সতর্ক করেছে ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। অনিয়মের অভিযোগে গেল ৭ ডিসেম্বর সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজসহ পুরো বোর্ডকে ৩০ দিনের মধ্যে পদ ছাড়তে বলে রিও দি জেনেরোর আদালত। এবং ৩০ দিনের মধ্যে সিবিএফে নতুন সভাপতি নির্বাচনও দিতে বলেছিলেন আদালত। রায় অনুযায়ী আগামী ৭ জানুয়ারির মধ্যেই পদত্যাগ করতে হবে এদনালদোকে। এই বিষয়টি মাথায় রেখে ৮ জানুয়ারি একটি বিশেষ এক বৈঠকের আয়োজনের কথা জানিয়েছে ফিফা এবং কনমেবল। এ দুটি সংস্থার গঠন করা কমিশন সিবিএফ পরিদর্শনের পরই কেবল সেখানে নির্বাচনী প্রক্রিয়া শুরু করা যাবে। সেই কমিশন পাঠানোর আগপর্যন্ত সিবিএফ এবং সেখানে নির্বাচন সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আর যদি এই নির্দেশ না মানা হয়, তাহলে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের বিবেচনায় দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না ফিফার। তাতে নিষেধাজ্ঞায় পড়তে পারে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সিবিএফ নিষিদ্ধ হলে তার ফল ব্রাজিলের জাতীয় দল এবং ক্লাবগুলোকেও ভোগ করতে হবে বলে বিবৃতিতে জানিয়েছে ফিফা ও কনমেবল।  

এ সম্পর্কিত আরও পড়ুন সিবিএফকে | আবারও | নিষেধাজ্ঞার | হুমকি | ফিফা | ও | কনমেবলের