আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ইসরায়েলকে যে হুশিয়ারি দিলো ইরান

ইসরায়েলকে যে হুশিয়ারি দিলো ইরান
সিরিয়ায়  ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজি) প্রধান রাজি মুসাভির  নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিয়েছে  ইরান। গেলো সোমবার (২৫ ডিসেম্বর) সিরিয়ার দামেস্কের উপকণ্ঠে আইআরজি প্রধান নিহত হন। হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি  বলেন, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আইআরজির সামরিক উপদেষ্টাকে হত্যা করার জঘন্য কাজটি ইসরায়েলের হতাশার আরেকটি লক্ষণ। এ জন্য অবশ্যই তাদেরকে চড়া মূল্য দিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, ব্রিগেডিয়ার জেনারেল রাজি মুসাভি ইরান ও এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক বছর ধরে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন । তিনি আরও বলেন, তেল আবিব এখন কঠিন কাউন্টডাউনের মুখোমুখি। প্রসঙ্গত, নিহত সামরিক উপদেষ্টা ইরান ও সিরিয়ার মধ্যে সামরিক জোটের  প্রধান সমন্বয় কর্মকর্তা ছিলেন। একই সাথে,  লেবাননের হিজবুল্লাহসহ এই অঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের জন্য তেহরানের উদ্যোগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বলে মনে করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরায়েলকে | হুশিয়ারি | দিলো | ইরান