আর্কাইভ থেকে বাংলাদেশ

গোপনে দেশ ছেড়েছেন হাজী সেলিম

গোপনে দেশ ছেড়েছেন হাজী সেলিম

১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হাজী সেলিম থাইল্যান্ডের ব্যাংককে পাড়ি জমিয়েছেন।। শনিবার বিকেলে গোপনে তিনি দেশ ছেড়েছেন। তবে কোন বিমানবন্দর দিয়ে তিনি দেশ ছেড়েছেন তা অবশ্য জানা যায়নি ।

রোববার একটি টেলিভিশন চ্যানেলের প্রশ্নের জবাবে তার বড় ছেলে সোলাইমান সেলিম বলেন, তার বাবা এখন দেশের বাইরে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম মনে করেন, সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় হাজী সেলিমের সংসদ সদস্য পদ আর নেই। গতকাল একটি টেলিভিশনে তিনি বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি বিদেশ যেতে পারেন না। তার তো আত্মসমর্পণ করার কথা।

যেহেতু সর্বোচ্চ আদালত হাজী সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছেন, সেহেতু তিনি কোনোভাবেই দেশত্যাগ করতে পারেন না বলে মনে করছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী (মানিক)।

এ ছাড়াও রোববার বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, সর্বোচ্চ আদালত তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছেন। এ অবস্থায় তিনি কোনোভাবেই দেশত্যাগ করতে পারেন না। যারা তাকে দেশত্যাগে সাহায্য করেছেন, তারা বড় অপরাধ করেছেন। তারা সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করেছেন। এখন তিনি দেশে ফিরে না এলে তখন কী হবে? সাজাপ্রাপ্ত হওয়ায় তার দেশে ফেরার সম্ভাবনাও কম।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন গোপনে | দেশ | ছেড়েছেন | হাজী | সেলিম