আর্কাইভ থেকে আইন-বিচার

গ্রামীণফোনের বিরুদ্ধে আইনি নোটিশ করলেন গ্রাহক

গ্রামীণফোনের বিরুদ্ধে আইনি নোটিশ করলেন গ্রাহক
গ্রামীণফোনের ইন্টারনেট প্যাকেজ রিচার্জ করে প্রতারিত হওয়ার অভিযোগ এনে প্রতিষ্ঠানটিকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) গ্রামীণফোনের গ্রাহক  ফারহানা খান তার আইনজীবী মাসুদ আহমেদ এর মাধ্যমে লিগ্যাল নোটিশটি করেন। বিষয়টি ফারহানা খানের আইনজীবী নিশ্চিত করেছেন। আইনজীবী জানান, ফারহানা খানের মোবাইলে গত ২৩ ডিসেম্বর মেসেজ আসে যে, ১০৮ টাকা রিচার্জ করে *২১২*১১১৫# ডায়াল করলে ৩০ দিন মেয়াদে ৭ জিবি ইন্টারনেট ডাটা পাওয়া যাবে। যথারীতি বাদী ১০৮ টাকা রিচার্জ করে উক্ত নম্বরে ডায়াল করিলে প্রত্যাশিত ইন্টারনেট ডাটার পরিবর্তে গ্রামীণফোন কোম্পানি বাদীকে প্রতারিত করে ১৪০ টাকার ৭ দিন মেয়াদে টক টাইম দেয়। গ্রাহকের দাবি এভাবে গ্রামীণফোন  তাদের ১০ (দশ) কোটির উপর গ্রাহককে প্রতারিত করে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এবং বিভিন্ন সময়ে নানারকম বিভ্রান্তি ও প্রতারণা করে যাচ্ছে। উল্লেখ্য, আগামী ৭ দিনের  মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাব না পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন গ্রামীণফোনের | বিরুদ্ধে | আইনি | নোটিশ | গ্রাহক