আর্কাইভ থেকে বাংলাদেশ

আগামীকাল সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

আগামীকাল সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ রেলওয়ে বনলতা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে । ঈদের পর ঢাকা ফেরাতে বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে যথারীতি এই ট্রেনের টিকিট বিক্রি শুরু  হবে। 

মঙ্গলবার (৩ মে) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি শুক্রবার বনলতা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি। কিন্তু ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীর চাপ রয়েছে। তাই বনলতার সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবে আগামী শুক্রবার (৬ মে)।

একই সাথে অন্য একটি বিজ্ঞপ্তিতে রেলওয়ের পশ্চিমাঞ্চল জানায়, বুধবার (৪ মে) থেকে করোতোয়া এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, নীলসাগর (ঢাকাগামী), রংপুর এক্সপ্রেস (ঢাকাগামী), টুঙ্গিপাড়া এক্সপ্রেস, একতা (ঢাকামুখী) পঞ্চগড় এক্সপ্রেস, বাংলাবান্ধা (পঞ্চগড়গামী), কপোতাক্ষ এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস যথারীতি চলাচল করবে।

এছাড়া স্বপ্নীল কমিউটার লোকাল ট্রেনটিও  চলাচল করবে এবং নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে। এছাড়া কাল থেকে অন্যান্য ট্রেনগুলো যথারীতি চলাচল করবে ।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন আগামীকাল | সকাল | ৮টা | ট্রেনের | টিকিট | বিক্রি | শুরু