আর্কাইভ থেকে দেশজুড়ে

আচরণবিধি লঙ্ঘন, সমাজকল্যাণ মন্ত্রীকে শোকজ

আচরণবিধি লঙ্ঘন, সমাজকল্যাণ মন্ত্রীকে শোকজ
বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফের ঘাড় মটকে দেয়ার হুমকির ঘটনায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লালমনিরহাট-২ (আদিতমারী ও কালীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে শোকজ (কারণ দর্শানো) নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আগামী ৩১ ডিসেম্বর সশরীরে উপস্থিত থেকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান তাহমীদুর রহমান এই  আদেশ জারি করেন। এর আগে গেলো  ২৬ ডিসেম্বর  নৌকার প্রার্থী নূরুজ্জামান আহমেদ বীর মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গেলো ২৩ ডিসেম্বর রাতে উপজেলার মদাতী ইউনিয়নের চামটারহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়  নূরুজ্জামান বলেন,  সেদিন ভুল্ল্যার হাটে এক মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছেন, তাকে সতর্ক করে দিচ্ছি। এ ধরনের বাজে কথা যদি আর কোনদিন বল। তাহলে, ‘তোমার ঘাড় মটকে দিব, তুমি এখনো লোক চেন না। তোমার চরিত্রের ঠিক নাই আবার নেতা সাজতে চাও। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার পক্ষে কাজ করছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ।

এ সম্পর্কিত আরও পড়ুন আচরণবিধি | লঙ্ঘন | সমাজকল্যাণ | মন্ত্রীকে | শোকজ