আর্কাইভ থেকে দেশজুড়ে

ধর্মঘট প্রত্যাহার, সচল হিলি স্থলবন্দর

ধর্মঘট প্রত্যাহার, সচল হিলি স্থলবন্দর

দীর্ঘ দিন বন্দরে অবস্থান, দেরিতে পণ্য খালাস, গেটের বাইরে যেতে বাধা এবং সিকিউরিটি গার্ডদের খরচের টাকা বেশি নেয়ার অভিযোগ এনে আজ সকাল ৯ টা থেকে ধর্মঘট ডেকেছিল ভারতীয় ড্রাইভাররা।

প্রায় তিন ঘন্টা পর বেলা ১২ টায় হিলি স্থলবন্দর কর্তৃপক্ষের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে আবার আমদানি-রপ্তানী শুরু হয়েছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাবমহোসেন মল্লিক প্রতাপ জানান, সকাল ৯টা থেকে ভারতীয় ড্রাইভারদের ডাকা ধর্মঘটের কারণে আমদানি রপ্তানি বন্ধ ছিল। পরে সন্তোষজনক আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করলে বেলা ১২টা থেকে বন্দর দিয়ে আমদানি-আবার রপ্তানি শুরু হয়েছে।

এছাড়া আটকে থাকা পণ্য দ্রুত খালাসের নির্দেশনাও দেয়া হয়েছে সংশ্লিষ্টদের।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ধর্মঘট | প্রত্যাহার | সচল | হিলি | স্থলবন্দর