আর্কাইভ থেকে জাতীয়

স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যাটালিয়ন আনসার মোতায়েন

স্ট্রাইকিং ফোর্স হিসেবে  ব্যাটালিয়ন আনসার মোতায়েন
আসন্ন  সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ হাজার ৫০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। গেলো ২৯ ডিসেম্বর থেকে সারাদেশে তারা নির্বাচনী দায়িত্ব পালন শুরু করেছে। শনিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচনীকালীন স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫০  প্লাটুন ব্যাটালিয়ন আনসার ৭৫০টি সেকশনে তাদের দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েন করা আনসার ব্যাটালিয়ন সদস্যরা রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন উল্লেখ্য,  ব্যাটালিয়ন আনসারের পাশাপাশি গেলো ২৯ ডিসেম্বর থেকে বিজিবি এবং উপকূলীয় এলাকায় কোস্টপগার্ড মোতায়েন করা হয়েছে। আগামী ৩ জানুয়রি থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন স্ট্রাইকিং | ফোর্স | হিসেবে | | ব্যাটালিয়ন | আনসার | মোতায়েন