আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না সাবেক তথ্য উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্র নেতা মাহফুজ আলম। লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র নির্বাচনের জন্য তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি নির্বাচন করছেন না।
রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।
তিনি বলেন, মাহফুজ আলমের অনুমতি ছাড়াই কেউ আবেগপ্রবণ হয়ে এই মনোনয়ন ফরমটি সংগ্রহ করেছেন, যা তাকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। তবে মাহফুজ উক্ত মনোনয়ন ফরম জমা দেবেন না এবং এবারের নির্বাচনেও অংশগ্রহণ করবেন না।
মাহবুব আলম জানান যে, মাহফুজ আলমের সম্মতি ছাড়া এই মনোনয়নপত্র সংগ্রহের ঘটনায় একটি বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসলামী সমমনা জোট থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে মাহবুব নিজেই এই আসন থেকে লড়বেন।
এর আগে গতকাল রাতেই এনসিপি জোটে থাকছেন না বলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন মাহফুজ আলম।
আই/এ