আর্কাইভ থেকে বাংলাদেশ

দাম বাড়ানো হয়েছে, তবু তেলের তেলেসমাতি

দাম বাড়ানো হয়েছে, তবু তেলের তেলেসমাতি

ভোজ্যতেল মিলমালিকরা বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা করেছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৮৫ টাকা। খোলা বা প্যাকেটবিহীন সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪৪ টাকা বাড়িয়ে প্রতি লিটার ১৮০ টাকা করা হয়েছে।

দাম বাড়ানোর ঘোষণা দেয়ার পরও দেশের প্রধান দুই শহর ঢাকা ও চট্টগ্রামের বাজারে ভোজ্যতেলের সংকট আগের চেয়ে একটুও কমেনি। সারাদেশেই এর প্রভাব পড়েছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বেশি দাম দিয়েও সয়াবিন তেল পাচ্ছেন না ক্রেতারা। ঈদের ছুটির কারণে বাজারে ক্রেতার সংখ্যা কম। তবে যে কয়জন তেলের জন্য বাজারে আসছেন দোকান ঘুরে কোথাও তেল পাচ্ছেন না। বাড়তি দামেও বাজারে তেল পাচ্ছেনা ক্রেতারা। এ যেনো তেলের তেলেসমাতি।

তবে, ভোজ্যতেলের বাজার স্বাভাবিক হতে আরও কয়েক দিন লাগবে বলে মনে করছেন খুচরা বিক্রেতারা। কারণ এখনও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে বাজারে আসেনি তেল।

এছাড়া বৃহস্পতি, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় মিলগুলোতে ডিও অর্ডার দেয়া সম্ভব হয়নি। তাই রোববার থেকে বাজারে নতুন দামের তেলের বোতল মিলতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন দাম | বাড়ানো | হয়েছে | তবু | তেলের | তেলেসমাতি