আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় গাজায় গৃহহীন ১৫ লাখ মানুষ

ইসরায়েলের হামলায় গাজায় গৃহহীন ১৫ লাখ মানুষ
প্রায় তিন মাস ধরে ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের গাজায় ১৫ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জানিয়েছে উপত্যকার মিডিয়া অফিস। রোববার (৩১ ডিসেম্বর) ওই অফিসের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইসরায়েলি বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয় গাজার ৭০ শতাংশ বাড়িঘর। গেলো ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে গাজায় শুরুতে বিমান হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। সামরিকভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশটির হামলায় গাজায় কমপক্ষে ২১ হাজার ৬৭২ ফিলিস্তিনি নিহত ও ৫৬ হাজার ১৬৫ জন আহত হয়। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয় ১ হাজার ১৩৯ ইসরায়েলি। উভয় পক্ষের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে আসা এ যুদ্ধের তিন মাস হতে চললেও স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়নি ইসরায়েল কিংবা হামাস। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন, যেখানে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে হামাসের হাতে থাকা বন্দিদের মুক্ত করার বিষয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরায়েলের | হামলায় | গাজায় | গৃহহীন | ১৫ | লাখ | মানুষ