এশিয়া

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির শঙ্কা

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির শঙ্কা
জাপানের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ব্যাপক ভূমিকম্প হয়েছে। সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে দেশটির উত্তর-মধ্যাঞ্চলে এই ভূমিকম্পটি ঘটে। জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রকাশিত খবর থেকে এই তথ্য জানা গেছে। খবরে বলা হয়েছে, বিশাল মাত্রার এই ভূমিকম্প বয়ে এনেছে সুনামির শঙ্কাও। জাপানের আবহাওয়া দপ্তর ইতোমধ্যে দেশটির ইশিকাওয়া, নিগাতা এবং তোয়ামা জেলার উপকূলবর্তী এলাকাগুলোতে সুনামি সতর্কবার্তা জারি করেছে। দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় এসব এলাকায় সমুদ্রের ঢেউ ৫ মিটারের (১৬ ফিটের কিছু বেশি) অধিক উচ্চতায় উঠতে পারে। ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে ৩ ফুট উঁচু জলোচ্ছাস পরিলক্ষিত হয়েছে বলেও এনএইচকে সংবাদ মাধ্যমটি জানিয়েছে। তবে ভূমিকম্পে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন ৭৪ | মাত্রার | ভূমিকম্পে | কাঁপল | জাপান | সুনামির | শঙ্কা