আর্কাইভ থেকে বাংলাদেশ

'মা’র বড় কেহ নাই-কেউ নাই’

'মা’র বড় কেহ নাই-কেউ নাই’

'মা’র বড় কেহ নাই-কেউ নাই’

কবি কাজী নজরুল ইসলাম তার ‘মা’ কবিতায় লিখেছিলেন, 'মা’র বড় কেহ নাই-কেউ নাই কেউ নাই! নত করি বল সবে ‘মা আমার! মা আমার!'  কবি-লেখকদের কলম থেকে মায়ের স্তুতি রচিত হয়েছে যুগে যুগে। সত্যিই তাই মায়ের মতো বড় কেউ নয়। সন্তানকে বোঝার দ্বিতীয় ব্যক্তি আর পৃথিবীতে নাই।

আজ বিশ্ব মা দিবস। মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ হিসেবে পালন করা হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালন করা হয় মা দিবস।

আধুনিককালের মা দিবসের প্রচলন হয় যুক্তরাষ্ট্রে। দিবসটির প্রবক্তা আনা মারিয়া রিভস জার্ভিস। তার মা অ্যান মারিয়া রিভস জার্ভিস ছিলেন একজন শান্তিবাদী সমাজকর্মী। তিনি ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন।

পরে ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা’ দিবস হিসেবে ঘোষণা করে। এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা। এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া ও জার্মানসহ শতাধিক দেশে মর্যাদার সঙ্গে দিবসটি পালিত হচ্ছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন মার | বড় | কেহ | নাইকেউ | নাই