নতুন বছরের শুরুতেই স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে। অর্থাৎ পূর্বের চেয়ে ঠাণ্ডার অনুভূতি কম লাগতে পারে। তবে দু-একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর তাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানায়।
পূর্বাভাসে বলা হয়, জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকবে। ডিসেম্বর মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত ৩ ডিসেম্বর, চট্টগ্রামে—৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিসেম্বর, পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
চলতি মাসে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এতে আরও বলা হয়, জানুয়ারিতে দেশের উত্তর, পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা কোনো কোনো স্থানে দুপুর পর্যন্ত থাকতে পারে।