এশিয়া

সপ্তাহব্যাপী জাপানে ভূমিকম্পের শঙ্কা, নিহত বেড়ে ৪৮

সপ্তাহব্যাপী জাপানে ভূমিকম্পের শঙ্কা, নিহত বেড়ে ৪৮
৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে জাপানে নিহত বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে ঘরবাড়ি রাস্তাঘাট। ফলে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। এ অবস্থায় দেশটিতে মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার (২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ভূমিকম্পের আঘাতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে উদ্ধারে আমাদের ব্যাপকভাবে বেগ পেতে হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার এক হাজার উদ্ধারকর্মী কাজ করছেন। এদিকে জাপানের মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিতে একটি মিটিং করেছেন। ওই মিটিংয়ে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে নির্দেশনার পাশাপাশি দ্রুত ত্রাণ তৎপরতা পরিচালনা করতে বলেছেন। জরুরি বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাপানের নাগরিকদের আরও অধিক ভূমিকম্পের জন্য সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সপ্তাহব্যাপী ভূমিকম্প হতে পারে। ভূমিকম্পের কারণে যেসব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকার চিত্র তুলে ধরতে তিনি স্থানীয় অফিস, রেডিও ও টেভিশনকে আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন সপ্তাহব্যাপী | জাপানে | ভূমিকম্পের | শঙ্কা | নিহত | বেড়ে | ৪৮