দেশজুড়ে

বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ কাণ্ডে বিশ্বাসী: রেলমন্ত্রী

বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ কাণ্ডে  বিশ্বাসী: রেলমন্ত্রী
বিএনপি- জামায়াতের অগ্নিসংযোগ কাণ্ডে বিশ্বাসী আর আওয়ামী লীগ সরকার দেশ উন্নয়নে বিশ্বাসী। বললেন পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি। একই সময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তার পক্ষে ভোট চেয়েছেন তিনি। সোমবার (১ জানুয়ারি) রাতে পঞ্চগড় পৌর আওয়ামী লীগের আয়োজনে জেলা শহরের শেরে বাংলা পার্ক মুক্তমঞ্চে এক নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত গেলো ১৫ বছর আগে কিছু করতে পারে নাই। ধোকাবাজির রাজনীতি করে দল করা যায় না। এই নির্বাচন কোন স্থানীয় নির্বাচন না। এই নির্বাচন ইউনিয়ন পরিষদ, পৌর সভা, জেলা পরিষদ বা উপজেলা পরিষদ নির্বাচন না। এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন দেশের গনতন্ত্রের  নির্বাচন। একটি লিফলেট নিয়ে বলে বেড়াচ্ছেন যে সরকারকে সহযোগীতা করবেন না, ভোট দিতে যাবেন না, এই হচ্ছে বিএনপির কাজ তারা ভোটে বাধা প্রদান করছে। দেশের মালিক জনগণ,সকল ক্ষমতার উৎস জনগণ,জনগণের ভোটে ও অংশ গ্রহনে দেশে সুষ্টু নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, গেলো ১৫ বছরে পঞ্চগড়-২ আসন থেকে আমি পরপর তিনবার নির্বাচিত হয়েছি। একই সাথে সংসদে পঞ্চগড়-২ আসন থেকে প্রতিনিধিত্ব করছি। গেলো নির্বাচনে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী আমাকে রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। আগের তুলনায় রেলমন্ত্রণালয়কে একটু হলেও ভালো করার চেষ্টা করেছি। ১৫ বছর আগের কথা চিন্তা করে দেখেন তো? আমরা কেমন ছিলাম। আজকে যারা নির্বাচনের বিরোধীতা করছে তারা রাষ্ট্র পরিচালনা করেছিলো তখন পঞ্চগড়ের স্পিকার ছিলেন ব্যারিস্টার জমির উদ্দীন সরকার। তখন কি ধরণের উন্নয়ন হওয়ার কথা ছিল। কিন্তু কি উন্নয়ন হয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশটাকে কিভাবে গড়ে তুলছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে আমরা দেশকে পরিচালনা করেছি। আমাদের লক্ষ আছে আগামী ৩০ সালের মধ্যে এই বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করতে চাই। আগামী ৪১ সালের মধ্যে এই বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলায় গড়তে চাই তথ্য প্রযুক্তি সম্পন্ন। এবার আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে একধাপ এগিয়ে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা দারিদ্রতাকে অনেক খানি জয় করেছি। রেলমন্ত্রী তার বক্তব্যে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী  নাঈমুজ্জামান ভুইয়া  মুক্ত কে ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্দোগ্যে এই পঞ্চগড় শহরে সমতলের চা শিল্পের বিকাশ ঘটেছে। কিন্তু কিছু মানুষ  সিন্ডিকেট করে চা চাষীদের তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। আমার বিশ্বাস পরিবেশকে ঠিক রেখে মানুষের কর্মসংস্থানের জায়গা ঠিক রেখে আগামী দিনে এই নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তার নেতৃত্বে একটি ভালো নেতৃত্ব পাবে। সকলে ঐক্যবদ্ধ থেকে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে নৌকা উপহার দিতে আহব্বান জানান তিনি।  

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপিজামায়াত | অগ্নিসংযোগ | কাণ্ডে | | বিশ্বাসী | রেলমন্ত্রী