ক্রিকেট

সাকিবকে নির্বাচনে ছক্কা মারতে বললেন প্রধানমন্ত্রী

সাকিবকে নির্বাচনে ছক্কা মারতে বললেন প্রধানমন্ত্রী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়কের নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের একটা রত্ন আছে, ক্রিকেট রত্ন সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে তাকে আমরা মনোনয়ন দিয়েছি। এবারের ইলেকশনে তুমি শুধু ছক্কা মেরে দিও। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুর পৌরশহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে এসব কথা তিনি। এ সময়ে জনসভা মঞ্চে ফরিদপুর, মাগুরা ও রাজবাড়ীর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন,'সাকিব বলেছে, সে বক্তব্য দিতে পারে না। আমি বলেছি, বক্তব্য দেওয়ার দরকার নেই, তুমি শুধু বলবা তুমি ছক্কা মারতে পারো, বল করে উইকেট ফেলে দিতে পারো। এবার ইলেকশনেও ছক্কা মেরে দিও। আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে।'

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিবকে | নির্বাচনে | ছক্কা | মারতে | প্রধানমন্ত্রী