আন্তর্জাতিক

আল-আকসায় ঢুকে পড়েছে দখলদার ইসরায়েলিরা

আল-আকসায় ঢুকে পড়েছে দখলদার ইসরায়েলিরা
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে দখলদার ইসরায়েলিরা। ইসরায়েলি পুলিশের পাহারায় তারা জোর করে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে কাছাকাছি একটি স্থানে তালমুদিক প্রার্থনায় অংশ নেয়। বুধবার (৩ ডিসেম্বর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা তথ্যটি নিশ্চিত করেছে। আল আকসা তত্ত্বাবধানকারী একটি ধর্মীয় প্রশাসন জানায়, ডানপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রায়ই জোর করে পূর্ব জেরুজালেমের কেন্দ্রে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। গত বছর ৪৮ হাজারের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী আল-আকসার প্রাঙ্গণে প্রবেশ করেছে। গেলো বছরের নভেম্বরেও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়ার অভিযোগ ওঠে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে। ইসরায়েলি পুলিশি পাহারায়ই এসব ঘটনা ঘটছে। প্রসঙ্গত, মুসলিম ও ইহুদি, দুই ধর্মাবলম্বীর কাছেই গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদ। দুই ধর্মাবলম্বীই আল-আকসাকে নিজেদের বলে দাবি করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন আলআকসায় | ঢুকে | পড়েছে | দখলদার | ইসরায়েলিরা