দেশজুড়ে

সেনবাগকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : মোরশেদ আলম

সেনবাগকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : মোরশেদ আলম
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে নৌকার মনোনীত প্রার্থী আলহাজ মোরশেদ আলম শান্তিপূর্ণ, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকমুক্ত ও উন্নয়ন সমৃদ্ধ সেনবাগ পেতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। নির্বাচন পূর্ব শেষ এ নির্বাচনী সভায় জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় যা নৌকার সমর্থকদের উজ্জীবিত করে। এ সময় তিনি লাখো জনতার সমাবেশে নৌকায় ভোট চেয়ে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে সেনবাগকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। নৌকাকে ঘিরে যে গণজোয়ার তৈরি হয়েছে তাতে ৭ জানুয়ারি নৌকার বিজয় এখন কেবল সময়ের অপেক্ষা বলে জানান বক্তারা। সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাহার উল্যা বাহারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা সম্রাট নাছের খালেক, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসান মঞ্জুর, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন কানন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী প্রমুখ। এ সময় উপজেলা ও সেনবাগ পৌর এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন সেনবাগকে | মডেল | উপজেলা | হিসেবে | গড়ে | তুলতে | চাই | | মোরশেদ | আলম