বাংলাদেশ

অপহরণের পর রোহিঙ্গা যুবককে হত্যা

অপহরণের পর রোহিঙ্গা  যুবককে হত্যা
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মো. ফয়সাল (২৮) নামে এক যুবককে অপহরণের পর গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গেলো বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ডি/৮ ব্লকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের বাসিন্দা মাস্টার ফয়সালকে কিছু অজ্ঞাত সন্ত্রাসীরা মুখ বেঁধে অপহরণ করে ক্যাম্প-১৮ এর দিকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ক্যাম্প-৪ এর ডি/৮ নম্বর ব্লকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। তিনি আরও জানান, খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। আই/এ  

এ সম্পর্কিত আরও পড়ুন অপহরণের | রোহিঙ্গা | | যুবককে | হত্যা