দেশজুড়ে

‘নোয়াখালী-২ আসনের একটি কেন্দ্র ঝুকিপূর্ণ’

‘নোয়াখালী-২ আসনের একটি কেন্দ্র ঝুকিপূর্ণ’
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসনের একটি কেন্দ্র ঝুকিপূর্ণ মনে হলেও বাকি কেন্দ্রগুলো স্বাভাবিক বলেই মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টায় সোনাইমুড়ী উপজেলার পূর্ব নাটেরশ্বর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শনে এসব কথা বলেন। এ সময় তিনি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। জসিম উদ্দিন বলেন, পরিস্থিতি সকাল থেকেই শান্ত। ভোটাররা আসছে, ভোট দিচ্ছে। কিন্তু শীতের সকালে কুয়াশার জন্য কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা কম রয়েছে। কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, একটা কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হলেও বাকি কেন্দ্রগুলো স্বাভাবিক বলেই মনে হচ্ছে। উল্লেখ্য, ইসির দেয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন নোয়াখালী২ | আসনের | কেন্দ্র | ঝুকিপূর্ণ