রাজনীতি

দাঁড়িপাল্লার জোয়ার দেখে প্রতিপক্ষরা বিভ্রান্ত হয়ে পড়েছে: গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্বাধীনতার পর ৫৪ বছরে তিনটি দল পালাক্রমে দেশকে লুটেপুটে খেয়েছে। এবার শান্ত হও এবং দাঁড়িপাল্লাকে দেশ চালাবার সুযোগ দাও। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা হ্যাঁ ভোট দিবেন এবং দাঁড়িপাল্লায় ভোট দিবেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরোয়ার বলেন, তিনি অত্যন্ত দু:খ প্রকাশ করে বলেন, এক নেতা বলেছেন জামায়াতের নারীরা যদি ভোট চেতে যায়, তাদের কাপড় খুলে নেয়া হবে। ভোটের আগে যদি তোমরা মায়ের কাপড় খুলতে পারো তাহলে ভোটের পরে পুরো বাংলাদেশের কাপড় খুলে নিবে। এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্ত ও আহতদের ত্যাগ যেন বৃথা না যায়—এটি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। গ্রামেগঞ্জে দাঁড়িপাল্লার জোয়ার দেখে প্রতিপক্ষরা বিভ্রান্ত হয়ে পড়েছে।

গোলাম পরোয়ার বলেন, তিনটি দল বারবার দেশ শাসনের সুযোগ পেয়েও এদেশে ভিন্ন মতের লোকদের দমন নিপীড়ন করেছেন, বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন। পাশাপাশি এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছেন। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। কিন্তু তারা মানুষকে যে ওয়াদা দিয়েছে তা রাখতে পারেনি। তারা দেশটাকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। যার ফলে বিশ্বের দরবারে আমরা লজ্জিত ছিলাম।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়া জনগণের দায়িত্ব। কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের চেষ্টা হলে তা প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচন কমিশনের কাছে সিসি ক্যামেরা, পুলিশে বডি ক্যামেরা ও সেনাবাহিনী মোতায়েনের দাবির কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, যারা নিজেরাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তারা কখনো দুর্নীতি দমন করতে পারে না। ইনসাফ ও ইসলামের মূল্যবোধ থাকলেই বাংলাদেশ নিরাপদ হবে।

জনসভায় সভাপতিত্ব করেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান। এছাড়া জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ জামায়াতে ইসলামী #মিয়া গোলাম পরোয়ার