জাতীয়

গ্রামে ভোটারদের উপস্থিতি বেশি ছিল : আনসার ভিডিপির ডিজি

গ্রামে ভোটারদের উপস্থিতি বেশি ছিল : আনসার ভিডিপির ডিজি
শহর থেকে গ্রামে ভোটারদের উপস্থিতি বেশি ছিল। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের মাঝে অনেক উৎসাহ দেখা গেছে। বললেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। রোববার (৭ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে  এসব কথা বলেন তিনি। আনসার ভিডিপির ডিজি বলেন, আইনশৃংখলা বাহিনী তৎপর ছিল। নির্বাচন কমিশন (ইসি) যেভাবে করতে চেয়েছিল, সেভাবেই সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, মানুষ উৎসাহ ও আগ্রহ নিয়ে ভোট দিয়েছে। দু’একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এছাড়া সব স্থানে নির্বিঘ্নে নির্বাচন হয়েছে। প্রসঙ্গত, এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিলেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন গ্রামে | ভোটারদের | উপস্থিতি | বেশি | ছিল | | আনসার | ভিডিপির | ডিজি