তথ্য-প্রযুক্তি

গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন রিচার্জ নিয়ে প্রাহকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে।নির্দেশনায়, প্রিপেইড গ্রাহকদের জন্য রিচার্জের সর্বনিম্ন সীমা নির্ধারণ করেছে গ্রামীণফোন। বুধবার (১০ জানুয়ারি) থেকে গ্রামীণফোনের গ্রাহকরা সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ করতে পারবেন। এর কমে গ্রাহকরা রিচার্জ করতে পারবেন না। কোম্পানির পক্ষ থেকে ইতোমধ্যেই গ্রাহকপর্যায়ে এসএমএস এবং মাই জিপি অ্যাপে নোটিফিকেশন দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা করা হবে। তবে ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচ কার্ড আগের মতোই ব্যবহার করা যাবে। উল্লেখ্য, শুরু থেকেই গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ ১০ টাকা ছিল। তবে ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ২০ টাকা করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন গ্রামীণফোন | ব্যবহারকারীদের | জন্য | দুঃসংবাদ