ক্রিকেট

রাজনীতি টেস্ট ম্যাচের মতো খেলতে চান সাকিব

রাজনীতি টেস্ট ম্যাচের মতো খেলতে চান সাকিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার পর শপথ নিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। শপথ নিতে এসে সাংবাদিকদের সাকিব বলেন, ‘ব্যাপারটা নতুন, তবে অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার।’ সাকিবের আরও বলেন,‘টেস্ট ম্যাচের মতো খেলতে হবে (রাজনীতি)। দীর্ঘমেয়াদি সময় নিয়ে কাজ করার যদি ‍সুযোগ হয় সেটা ইনশাল্লাহ করবো। দীর্ঘসময়ের ব্যাপার, টেস্ট ম্যাচের মতো মনে করে খেলতে হবে এবং সে জন্য আমি প্রস্তুত আছি। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পান ৫ হাজার ৯৭৩ ভোট।

এ সম্পর্কিত আরও পড়ুন রাজনীতি | টেস্ট | ম্যাচের | মতো | খেলতে | চান | সাকিব