জাতীয়

শুক্রবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে নতুন মন্ত্রিসভা

শুক্রবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে নতুন মন্ত্রিসভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবগঠিত মন্ত্রিসভার সব সদস্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তারা শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে। ইতিমধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে তার সিদ্ধান্ত মোতাবেক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে গতকাল বুধবার (১০ জানুয়ারি) ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন তারা। এরপর তারা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন। পরে প্রধানমন্ত্রী নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করবেন। অন্যদিকে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নতুন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৩৬ জনের তালিকা সম্বলিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নিম্নলিখিত ব্যক্তিবর্গকে বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন শুক্রবার | স্মৃতিসৌধে | শ্রদ্ধা | জানাবে | নতুন | মন্ত্রিসভা