আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে দাঙ্গায় নিহত ১৫

পাপুয়া নিউ গিনিতে দাঙ্গায় নিহত ১৫
পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবিতে ব্যাপক দাঙ্গা ও অস্থিরতায় অন্তত আটজন নিহত হয়েছে। আরেক শহর লে-তে নিহত হয়েছে আরও সাতজন। বেতন নিয়ে অসন্তোষে পুলিশ ধর্মঘট শুরু হওয়ার পর শত শত মানুষ রাস্তায় নেমে এসে দাঙ্গা-হাঙ্গামা ও লুটপাট শুরু করে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক সংবাদ সম্মেলনে অরাজক পরিস্থিতির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন,এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই সহ্য করা হবে না। নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং।। প্রধানমন্ত্রী বলেন, কম্পিউটারে ত্রুটির কারণে সরকারি কর্মচারীদের বেতনের চেক থেকে প্রায় ১০০ ডলারের মতো কাটা পড়ে,সরকার কর বৃদ্ধি করেনি। প্রতিবাদকারীরা যেমনটি অভিযোগ করেছেন, সেটি সত্য নয়। মারাপে বলেন, পুলিশ গতকাল কাজ করেনি। আর লোকজন তার সুযোগ নিয়ে অনাচার ঘটিয়েছে, তবে সব জায়গায় নয়,আমাদের শহরের কিছু অংশে এটি হয়েছে। দেশটির পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং জানান, ছড়িয়ে পড়া সহিংসতায় ১৫ জন নিহত হয়েছে। এছাড়া পোর্ট মোরেসবি হাসপাতালে গুলিবিদ্ধ ২৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ছয়জন চিকিৎসা নিয়েছেন ছুরিকাহত হওয়ার পর। প্রসঙ্গত, পুলিশ ও সরকারি কর্মচারীদের বেতন ৫০ শতাংশের মতো হ্রাস পেয়েছে, পুলিশ ও সরকারি কর্মচারীরা এমনটি জানার পর অস্থিরতা শুরু হয়। বুধবার তারা পার্লামেন্টের সামনে জড়ো হয়ে এর প্রতিবাদ করে।  

এ সম্পর্কিত আরও পড়ুন পাপুয়া | নিউ | গিনিতে | দাঙ্গায় | নিহত | ১৫