জাতীয়

কৃষি মন্ত্রণালয় পেলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ

কৃষি মন্ত্রণালয় পেলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে নতুন মন্ত্রিসভায় কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। ১৯৯১ সাল থেকে প্রতিটি সংসদীয় নির্বাচনে জয়লাভ করলেও এবারই প্রথম আব্দুস শহীদ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল মন্ত্রী-প্রতিমন্ত্রী কারা হচ্ছেন তাদের নাম জানা গেলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা জানা যায়নি। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিষয়টি জানানো হয়। উপাধ্যক্ষ আব্দুস শহীদ সিলেটে সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৌলভীবাজার-৪ আসন থেকে ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। একই আসন থেকে এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯- ২০১৪ পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১- ২০০৬ পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬- ২০০১ পর্যন্ত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেন। আব্দুস শহীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্মাতক সম্পন্ন করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২ জুলাই ২০১৮ সালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন কৃষি | মন্ত্রণালয় | পেলেন | উপাধ্যক্ষ | আব্দুস | শহীদ