আর্কাইভ থেকে বাংলাদেশ

ন্যাটো নরডিক দেশে সামরিক শক্তি বাড়ালে জবাব দেবে মস্কো

ন্যাটো নরডিক দেশে সামরিক শক্তি বাড়ালে জবাব দেবে মস্কো

ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে যোগ দিলে রাশিয়ার নিরাপত্তা সরাসরি হুমকিগ্রস্ত হবে না। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোট যদি ওই দুই নরডিক দেশে সামরিক অবকাঠামো শক্তিশালী করতে চায় তাহলে মস্কো তার জবাব দেবে। বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় সোমবার ক্রেমলিনে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলির এক সামরিক জোটের নেতাদের বৈঠকে এ কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরঘিজিস্তান ও তাজিকিস্তানকে নিয়ে গঠিত কালেক্টিভ সিক্যুরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সিএসটিও।

তিনি বলেন, এসব দেশের ন্যাটোতে যোগ দেয়ার ঘটনায় রাশিয়ার কোনো সমস্যা নেই। তবে যদি এসব দেশে সামরিক অবকাঠামো শক্তিশালী করার চেষ্টা করা হয় তাহলে আমরা অবশ্যই তার জবাব দেব।

পুতিন আরও বলেন, আমাদের জবাব কি হবে সেটা নির্ভর করবে আমাদের জন্য কতখানি হুমকি সৃষ্টি করা হবে তার ওপর।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমেরিকা অত্যন্ত ‘আগ্রাসী’ মনোভাব নিয়ে ন্যাটো জোটকে পূর্বদিকে সম্প্রসারণে পথ বেছে নিয়েছে যা বিশ্বের কঠিন নিরাপত্তা পরিস্থিতিকে আরো নাজুক করে তুলেছে।

ফিনল্যান্ড সব রাখঢাক তুলে দিয়ে রোববার ন্যাটো জোটে যোগ দেয়ার আকাঙ্ক্ষার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এর পরপরই সুইডেনও একই আগ্রহ প্রকাশ করেছে। রাশিয়া দীর্ঘদিন ধরে পূর্বদিকে মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটের সম্প্রসারণের বিরোধিতা করে আসছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ন্যাটো | নরডিক | দেশে | সামরিক | শক্তি | বাড়ালে | জবাব | দেবে | মস্কো