আর্কাইভ থেকে শিক্ষা

দীর্ঘ একবছর পর খুলে দেওয়া হলো ঢাবির প্রবেশপথ

দীর্ঘ একবছর পর খুলে দেওয়া হলো ঢাবির প্রবেশপথ

প্রায় এক বছর পর সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথ।

গত বছর মহামারি করোনার সংক্রমণ শুরুর দিকে ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তার ক্ষেত্রে জনসাধারণ ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নীলক্ষেত মোড়, উদয়নস্কুলের সামনে এবং টিএসসি সংলগ্ন রোকেয়া হলের সামনের রাস্তার প্রবেশপথ বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। গত প্রায় এক বছর ক্যাম্পাসে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ তো ছিলই সাধারণ মানুষের প্রবেশাধিকারও ছিল সীমিত।

শনিবার (১৩ মার্চ) বিকেল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশপথ খুলে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলে দেয়ার সরকারি ঘোষণা রয়েছে। এ কারণে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।

রোববার (১৪ মার্চ) সকালে থেকে নীলক্ষেত মোড়ে সাধারণ মানুষের জটলা দেখা যায়। দীর্ঘদিন পর রিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার ও বাসসহ বিভিন্ন প্রকারের যানবাহন ক্যাম্পাসে ছুটোছুটি করতে দেখা যায়। অনেকেই বিশ্বাসই করতে পারছিলেন না যে ক্যাম্পাসে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল উন্মুক্ত করে দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন দীর্ঘ | একবছর | খুলে | দেওয়া | হলো | ঢাবির | প্রবেশপথ