আন্তর্জাতিক

ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ইরাক

ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ইরাক
ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত ফিরিয়ে এনেছে ইরাক। ইরাকে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ওপর হামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় ইরাক। ওই হামলায় চার জন নিহত হন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইরাকে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ‘সদরদপ্তরে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলার পর ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানানোসহ সব ধরণের আইনি পদক্ষেপ নেবেন। একই সাথে এই হামলাকে ইরাকের সার্বভৌমত্ব ও এর নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যায়িত করেছেন তিনি। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ হামলা একটি ভালো প্রতিবেশি সম্পর্ক এবং এই অঞ্চলের নিরাপত্তার উপর আঘাত। এর আগে মঙ্গলবার সকালে, ইরানী বিপ্লবী ইসলামি গার্ড জানায় তারা ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসি অবস্থান লক্ষ্য করে সোমবার একঝাক ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের এ সামরিক বাহিনীর দাবি, তারা কুর্দিস্তান আঞ্চলিক সরকারের অধীনে থাকা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কার্যালয় ধ্বংস করেছে। তাদের আরও দাবি,  হামলায় ধ্বংস কার্যালয়টি ইরাকের ওই অঞ্চলে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ইরান | রাষ্ট্রদূত | প্রত্যাহার | করলো | ইরাক