আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট: শেষ দিনে ছিটকে গেলেন শরিফুল

চট্টগ্রাম টেস্ট: শেষ দিনে ছিটকে গেলেন শরিফুল

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম ছিটকে গেলেন। এই ইনজুরির কারণে চলমান টেস্ট তো আছেই, শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২৩ মে অনুষ্ঠিতব্য ঢাকা টেস্টেও পাওয়া যাবে না তাকে। 

আজ বৃহস্পতিবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ইনজুরি আক্রান্ত হওয়ায় ছিটকে গিয়েছিলেন শরিফুল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগেও ছিল শরিফুলকে নিয়ে শঙ্কা। তবে শেষ পর্যন্ত প্রথম টেস্টে মাঠে নামেন শরিফুল। প্রথম ইনিংসে বোলিংও করেছেন।

তবে চতুর্থ দিন দলীয় প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় কাসুন রাজিথার বল শরিফুলের গ্লাভসে আঘাত হানলে আবার ইনজুরিতে পড়েন এই পেসার। এক পর্যায়ে মাঠ থেকে ব্যথায় উঠে যান। ফলে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন।

এদিকে শরিফুল ছিটকে গেলেও তার কনকাশন সাব বা কোনো বদলি খেলোয়াড়ও নামাতে পারবে না বাংলাদেশ। বিশ্ব ফার্নান্দোর ইনজুরির পর যেমনটা পেরেছে লঙ্কানরা। তবে শরিফুলের জায়গায় দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ফিল্ডিং করছেন ইয়াসির আলি রাব্বি।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী মাথায় আঘাত পেলে বা করোনায় আক্রান্ত হলে বদলি খেলোয়াড় নামাতে পারবে যেকোনো দল। যে কি না ব্যাটিং-বোলিং সবই করতে পারবে। কিন্তু শরিফুলের আঘাত হাতে হওয়ায় শুধুমাত্র বদলি ফিল্ডারই নামাতে পেরেছে বাংলাদেশ।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রাম | টেস্ট | শেষ | দিনে | ছিটকে | গেলেন | শরিফুল