সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এর আগে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিশেষ আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন আইন উপদেষ্টা।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এই শোকের সময়ে সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। গেল ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার নিউমোনিয়া দেখা দেয় এবং একই সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ একাধিক জটিলতা বেড়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোর ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এমএ//