আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট ড্র

চট্টগ্রাম টেস্ট ড্র

চট্টগ্রাম টেস্ট ম্যাচটি  ড্র হয়েছে। টানা পাঁচ দিন লড়াইয়ের পরও জিততে পারেনি বাংলাদেশ । বৃহস্পতিবার (১৯মে) শেষ দিনে রোমাঞ্চকর লড়াই দেখার আশা  করলেও জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ।

আজ পঞ্চম দিনের শেষ সেশনে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ২৬০ রান তুলে নেওয়ার পর ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ তামিম-মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশ তুলেছিল ৪৬৫ রান।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩মে মিরপুুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের পঞ্চম টেস্ট ড্র।

সংক্ষিপ্ত স্কোর 

টস : শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৯৭/১০ (১৫৩ ওভার)
ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল ৫৪, ওশাদা ৩৬, বিশ্ব ১৭*
নাঈম ১০৫/৬, সাকিব ৬০/৩, তাইজুল ১০৭/১

বাংলাদেশ ১ম ইনিংস : ৪৬৫/৯ (১৭০.১ ওভার)
তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, জয় ৫৮, সাকিব ২৫, তাইজুল ৩০, শরিফুল ৩ রিটায়ার্ড আউট
রাজিথা ৬০/৪, আসিথা ৭২/৩, ধনঞ্জয়া ৪৮/১, এম্বুলদেনিয়া ১০৪/১

শ্রীলঙ্কা ২য় ইনিংস : ২৬০/৬ (৯০.১ ওভার)
ডিকওয়েলা ৬১, করুনারত্নে ৫২, কুশল ৪৮, চান্দিমাল ৩৯*
তাইজুল ৮২/৪, সাকিব ৫৮/১

ফল : ম্যাচ ড্র।

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রাম | টেস্ট | ড্র