ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। ৪১টি সংসদীয় আসনের বিপরীতে ৪৪৪টি মনোনয়নপত্র জমা পড়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকা অঞ্চলে ৪১টি সংসদীয় আসনের বিপরীতে ৪৪৪টি, ফরিদপুর অঞ্চলে ১৫টি আসনের বিপরীতে ১৪২টি, চট্টগ্রাম অঞ্চলে ২৩টি আসনের বিপরীতে ১৯৪টি, কুমিল্লা অঞ্চলে ৩৫টি আসনের বিপরীতে ৩৬৫টি, রাজশাহী অঞ্চলে ৩৯টি আসনের বিপরীতে ২৬০টি, খুলনা অঞ্চলে ৩৬টি আসনের বিপরীতে ২৭৬টি, বরিশাল অঞ্চলে ২১টি আসনের বিপরীতে ১৬৬টি, ময়মনসিংহ অঞ্চলে ৩৮টি আসনের বিপরীতে ৩১১টি, সিলেট অঞ্চলে ১৯টি আসনের বিপরীতে ১৪৬টি, রংপুর অঞ্চলে ৩৩টি আসনের বিপরীতে ২৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
আই/এ