আর্কাইভ থেকে বাংলাদেশ

কাতার বিশ্বকাপ : ম্যাচ চালাবেন তিন নারী রেফারি

কাতার বিশ্বকাপ : ম্যাচ চালাবেন তিন নারী রেফারি

প্রথমবারের মত বিশ্ব ফুটবলের মঞ্চে দেখা যাবে নারী রেফারিকে। তাও আবারো মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসতে যাওয়া বিশ্বকাপ ফুটবলে!

বিষয়টা কিছু অবাক করার মতো হলেও এটাই সত্য। বিশ্ব ফুটবলে নারীদের অগ্রযাত্রায় নতুন এক দিগন্ত উন্মোচনের অপেক্ষায়। ছেলেদের বিশ্বকাপে প্রথমবারের মতো নারী রেফারিরা ম্যাচ পরিচালনার সুযোগ পেতে যাচ্ছেন।

এবারের বিশ্বকাপের জন্য তিন জন করে নারী রেফারি ও সহকারী নারী রেফারি নির্বাচন করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। বৃহস্পতিবার (১৯ মে) এক বিবৃতিতে বিষয়টি ঘোষণা দেয় ফিফা।

নারী রেফারি হিসেবে ফ্রান্স থেকে স্টেফানি ফ্রাপা, রুয়ান্ডা থেকে সালিমা মুকাসানগা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা বিশ্বকাপের জন্য নির্বাচিত হয়েছেন। সহকারী রেফারি হিসেবে ডাক পেয়েছেন ব্রাজিলের নেউসা বাক, মেক্সিকোর কারেন দিয়াস মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক‍্যাথরিন নেসবিট।

এ বছরের ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন কাতার | বিশ্বকাপ | | ম্যাচ | চালাবেন | তিন | নারী | রেফারি