আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ২৫ হাজার

গাজায় নিহতের সংখ্যা  ছাড়াল ২৫ হাজার
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। রোববার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেলো ২৪ ঘণ্টায় গাজায় ১৫টি গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১৭৮ জন নিহত এবং প্রায় ২৯৩ জন আহত হয়েছে। এ নিয়ে গেলো ৭ অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা ২৫ হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬২ হাজার ৬৮১ জন ফিলিস্তিনি। বিবৃতিতে বলা হয়, প্রায় ৭ হাজার ফিলিস্তিনি এখনো নিখোঁজ রয়েছেন। ইসরায়েলের অবিরত বিমান ও স্থল হামলার কারণে অনেক জায়গাই অ্যাম্বুলেন্সগুলো পৌঁছাতে না পারায় এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় অনেক মরদেহ রয়েছে বলেও জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রসঙ্গত, গেলো ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। প্রায় তিন মাস ধরে ইসরায়েলি বর্বরোচিত হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, যা গেলো ৭৫ বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হিসেবে চিহ্নিত করেছে। মাঝে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে ২৪ বিদেশিসহ মোট ১০৫ জনকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ২৪০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়েছিল, যার মধ্যে ৭১ জন মহিলা এবং ১৬৯টি শিশু রয়েছে। যুদ্ধবিরতি শেষে গেলো ১ ডিসেম্বর থেকে গাজা উপত্যকায় পুনরায় সংঘাতে জড়ায় ইসরায়েল ও হামাস। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ২০০ জন। পাশাপাশি ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস।

এ সম্পর্কিত আরও পড়ুন গাজায় | নিহতের | সংখ্যা | | ছাড়াল | ২৫ | হাজার