আর্কাইভ থেকে বাংলাদেশ

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই

‘ভাদাইমা’এই কৌতুক অভিনেতা আহসান আলী মারা গেছেন। গ্রাম-বাংলার মানুষের কাছে ভাদাইমা হিসেবে যিনি পরিচিত।  আজ রোববার (২২ মে) দুপুরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আহসান আলীর শ্যালক জজ আলী। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান। এছাড়া তার লিভারেও পানি জমেছিল। রোববার সকালে টাঙ্গাইলের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এরপর দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয় এবং হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‘ভাদাইমা’ চরিত্রে বহু কৌতুক নাটক করেছেন আহসান আলী। তার সেসব কাজ সিডি আকারে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায়। বিশেষ করে গ্রামের মানুষের কাছে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তাকে অনুসরণ করে পরবর্তীতে আরও অনেকেই ‘ভাদাইমা’ নামে প্রকাশ্যে আসেন। তবে অধিকাংশের কনটেন্টে অশ্লীলতার অভিযোগ পাওয়া যায়।

উল্লেখ্য, আহসান আলীর জন্ম, বেড়ে ওঠা টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামে। অতীতে তিনি কৃষিকাজ করে সংসার চালাতেন। তখন থেকেই তার মধ্যে হাস্যরস ও কৌতুকের চর্চা ছিল। এরপর শুভাকাঙ্খীদের পরামর্শ ও নিজের চেষ্টায় কৌতুক অভিনয় শুরু করেন।

 

এসআই

এ সম্পর্কিত আরও পড়ুন ভাদাইমা | খ্যাত | কৌতুক | অভিনেতা | আহসান | আলী | আর | নেই