আওয়ামী লীগ

সব হারিয়ে শোক সাগরে নিমজ্জিত বিএনপি : ওবায়দুল কাদের

সব হারিয়ে শোক সাগরে নিমজ্জিত বিএনপি : ওবায়দুল কাদের
আন্দোলনের লক্ষ্য নির্ধারণ না করতে পারায় তাদের এ অবস্থা। বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে গেছে। সব হারিয়ে শোক সাগরে নিমজ্জিত বিএনপি। শোকের মিছিল তো করবেই। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নাশকতা করে কোনো লাভ হয়নি। সরকারের পতন ঘটাতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে বিএনপি। সরকার কচু পাতার পানি নয় কথার বোমায় সরকারের উৎখাত করা যাবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কালোপতাকার সঙ্গে কালো ব্যাচ ধারণ করতে বলব। কালো ব্যাচ ধারণ করলে ষোলোকলা পূরণ হবে। সবকিছু হারিয়ে শোকসাগরে নিমজ্জিত বিএনপির সামনে এখন আর কিছু নেই। তিনি বলেন, বিএনপি যতই পতন ঘটাতে চাইবে, সরকারের ততই উত্থান ঘটবে। কথার বোমা মেরে এ সরকার উৎখাত করা যাবে না। তারা (বিএনপি) সরকারের পতনের জন্য আন্দোলন করতে গিয়ে নিজেরাই পতনের কিনারায় রয়েছে। সব হারিয়ে বিএনপি এখন কালো পতাকার নামে শোক মিছিল করছে। তারা শোকসাগরে নিমজ্জিত। কাদের বলেন, নৌকার জনপ্রিয়তা কমেনি বরং বেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। যারা বলেছিল দেশে সংঘাত বাধাতে স্বতন্ত্র দাঁড় করানো হয়েছে, তাদের কথা মিথ্যা প্রতিপন্ন হয়েছে। যা ভাবা হয়েছিল সেরকম সহিংসতা হয়নি। গণতান্ত্রিক দেশে সংঘাত সহিংসতা হয়, আমাদের দেশ তার বিকল্প না। সেতুমন্ত্রী বলেন, সারাবিশ্বেই দ্রব্যমূল্য বেড়েছে, এ বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। যতদ্রুত সম্ভব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়া হবে। আজকে দলের জরুরি বৈঠকে সে বিষয় নিয়ে আলোচনা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন হারিয়ে | শোক | সাগরে | নিমজ্জিত | বিএনপি | | ওবায়দুল | কাদের