রাজনীতি

আমি প্রধানমন্ত্রীর চতুর্থ ভাই : শাহজাহান ওমর

আমি প্রধানমন্ত্রীর চতুর্থ ভাই : শাহজাহান ওমর
আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ ভাই। তার তিন ভাই শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদ হয়েছেন। সেই কারণে প্রধানমন্ত্রী আমাকে চতুর্থ ভাই হিসেবে গ্রহণ করেছেন। বললেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে  ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ আয়োজিত বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহজাহান ওমর বলেন, কাঁঠালিয়া এবং রাজাপুরকে ভালো রাখতে চান এবং ভালো কিছু করতে চান। তিনি কোনো ভাগাভাগির মধ্যে নাই। এ অঞ্চল সবাই তার পরিচিত , ১৯৭১ সাল থেকে তিনি এ এলাকায় আসা-যাওয়া করেন. কাজেই আমি নবনির্বাচিত নই। এদিন উপজেলা পরিষদের মূল ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্যারিস্টার এম শাহজাহান ওমর। পরে দুপুর ১২টায় সংবর্ধনায় অংশ নেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে তাকে বরণ করেন ও শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, এর আগে ৪৪ বছর বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার পরে, দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগে  যোগ দিয়েই  দলীয় মনোনয়ন পেয়ে এমপি হন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধানমন্ত্রীর | চতুর্থ | ভাই | | শাহজাহান | ওমর