ক্রিকেট

আইসিসি বর্ষসেরা উদীয়মান রাচিন রবীন্দ্র

আইসিসি বর্ষসেরা উদীয়মান রাচিন রবীন্দ্র
২০২৩ সালের আইসিসি বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রাচিন রবীন্দ্র। এই পুরস্কার পেতে কিউই তারকা পিছনে ফেলেছেন ভারতের যশস্বী জয়সোয়াল, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি ও শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কাকে। আজ বুধবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার নাম ঘোষণা করা হয়। ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার টেস্ট ও টি–টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন ২০২১। তবে ওয়ানডে অভিষেক ২০২৩ সালের মার্চে। ৫০ ওভার ক্রিকেটে পা রাখার পর বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে এক আসরে সর্বোচ্চ ৩টি শতকের রেকর্ড গড়েন তিনি। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ ৫৭৮ রানের মালিকও হন তিনি। সব মিলিয়ে ২০২৩ সালে ২৫ ওয়ানডেতে ৪১ গড়ে ৮২০ রান এই ব্যাটিং অলরাউন্ডারের, বল হাতেও আছে ১৮ উইকেট। এ ছাড়া টি–টোয়েন্টি সংস্করণে ১৩৩.৮২ স্ট্রাইক রেটে ৯১ রান এবং বাঁহাতি স্পিনে ৫ উইকেট নেন তিনি। এদিকে নারী ক্যাটাগরিতে ক্রিকেটে বর্ষসেরা উদীয়মানের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশের মারুফা আক্তার, ইংল্যান্ডের লরেন বেল ও স্কটল্যান্ডের ডার্সি কার্টার।

এ সম্পর্কিত আরও পড়ুন আইসিসি | বর্ষসেরা | উদীয়মান | রাচিন | রবীন্দ্র