আন্তর্জাতিক

অবরুদ্ধ হাসপাতাল, গাজায় গেলো ২৪ ঘন্টায় নিহত ২১০ ফিলিস্তিনি

অবরুদ্ধ হাসপাতাল, গাজায় গেলো ২৪ ঘন্টায় নিহত ২১০ ফিলিস্তিনি
গাজার খান ইউনুস শহরে ট্যাংক ও ড্রোন হামলা অব্যহত রেখেছে ইসরায়েল। গেলো ২৪ ঘন্টায় নিহত হয়েছে ২১০ ফিলিস্তিনি। হামলায় ১০ হাজার ফিলিস্তিনির আশ্রয় শিবিরে আগুন ধরে যায় । বুধবার (২৪ জানুয়ারি) গাজা উপতক্যায় ফিলিস্তানি শরনার্থীদের জন্য জাতিসংঘের পরিচালক থমাস হোয়াইট এর বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। তিনি আরও বলেন, শরনার্থীদের নিরাপদে সরে যাওয়ার রাস্তাও দুই দিন ধরে বন্ধ করে রাখা হয়েছে। ফলে কার্যত এসব ফিলিস্তিনি একটি ফাদে আটকে পড়ার মত অবস্থা হয়েছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনারা তাদের সদর দপ্তর এবং খান ইউনুসের এল আমাল হাসপাতাল ঘিরে রেখেছে। ফলে রেড ক্রিসেন্টের সদস্যরাও অনেকটা অবরুদ্ধ অবস্থায় আছেন। সহায়তার জন্য তারা চলাচল করতে পারছেন না। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলি সেনারা খান ইউনুসের নাসের হাসপাতালকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ফলে হাসপাতালের জন্য জরুরী খাদ্য,ঔষধ, জ্বালানী তেল পাঠানো যাচ্ছে না। এমনকি ডায়ালাইসিসের জন্য ভর্তি ৪০০ রোগীর চিকিৎসাও বন্ধ আছে। শত শত আহত নারী ও শিশু এবং গর্ভবতী মায়েরাও হাসপাতালে প্রবেশের সীমাবদ্ধতার কারণে চিকিৎসা নিতে মারাত্মক বিড়ম্বনায় পড়ছেন। প্রসঙ্গত, ৭ অক্টোবর ইসরায়েলে হামলার প্রেক্ষিতে ফিলিস্তিনের উপর চালানো ইসরায়েলে হামলায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ২৫ হাজার ৭০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন অবরুদ্ধ | হাসপাতাল | গাজায় | গেলো | ২৪ | ঘন্টায় | নিহত | ২১০ | ফিলিস্তিনি