অপরাধ

প্রায় ৪ কেজি স্বর্ণসহ ওমান ফেরত যাত্রী আটক

প্রায় ৪ কেজি স্বর্ণসহ ওমান ফেরত যাত্রী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাসকাট ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় ৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাফিজ হাসান নামে সেই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে মাসকাট থেকে ওমান এয়ার এয়ারলাইন্সের ডাব্লিউওয়াই-০৩১৭ ফ্লাইটে ঢাকায় নামেন সেই যাত্রী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার। তিনি বলেন, সেই যাত্রীকে সন্দেহ হলে তার সামনের সিটের ব্যাক পকেটে সাদা স্কচ টেপে মোড়ানো স্বর্ণবারগুলো রাখা ছিল। সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ (যাত্রীসহ) গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। সেগুলো গণনা করে ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৩ হাজার ৭১২ গ্রাম ও স্বর্ণালংকার যার ওজন ৯৮ গ্রাম। [caption id="attachment_220481" align="alignnone" width="566"] ছবি : জব্দকৃত ৩২টি স্বর্ণবার[/caption] প্রদীপ কুমার সরকার বলেন, এছাড়াও যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। সব মিলে তার কাছ থেকে ৩ হাজার ৮১০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে কর্মকর্তারা। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৯ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, এ ঘটনায় সেই যাত্রীকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার নামে বিমানবন্দর থানায় একটি মামলা করা হবে। জব্দকৃত স্বর্ণগুলো গুদামে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রায় | ৪ | কেজি | স্বর্ণসহ | ওমান | ফেরত | যাত্রী | আটক