খেলাধুলা

বাংলাদেশের সৈকত এবার অস্ট্রেলিয়া-উইন্ডিজ টেস্টের আম্পায়ার

বাংলাদেশের সৈকত এবার অস্ট্রেলিয়া-উইন্ডিজ টেস্টের আম্পায়ার
ব্রিসবেনে শুরু হয়েছে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্টে আম্পায়ারের দায়িত্বে আছেন বাংলাদেশের সৈকত। এছাড়াও অন ফিল্ড আম্পায়ার হিসেবে তাঁর সঙ্গে দায়িত্ব পালন করছেন ভারতের নিতিন মেনন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) অস্ট্রেলিয়ার  ব্রিসবেনে শুরু হওয়া এই টেস্টে আমায়ারিং করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এদিকে ব্রিসবেন টেস্টের প্রথম দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি সৈকতের। ম্যাচের দ্বিতীয় ওভারেই ভুল করে ক্যারিবীয় ব্যাটার ক্রেইগ ব্রেথওয়েটকে আউট দিয়ে ফেলেন তিনি। পরে রিভিউ নিয়ে বেঁচে যান উইন্ডিজ অধিনায়ক। বাকি সময়ে দুই দলই তাঁর সিদ্ধআন্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে ব্যর্থ হয়। চতুর্থ ওভারে হ্যাজলউডের বলে কট বিহাইন্ডের আবেদনে সারা না দিলে রিভি আবেদন করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তখন রিভিউয়ে দেখা যায় বল ব্যাটারের ব্যাট কিংবা শরীরর কোথাও স্পর্শ করেনি। প্রসঙ্গত, গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে আম্পায়ার হিসেবে সুযোগ পেয়েছিলেন সৈকত। সেখানে  অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | সৈকত | এবার | অস্ট্রেলিয়াউইন্ডিজ | টেস্টের | আম্পায়ার