আবহাওয়া

শৈত্যপ্রবাহ বাড়বে, দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি  

শৈত্যপ্রবাহ বাড়বে, দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি  
চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিযে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। আগামীকাল ও পরশু তাপমাত্রা তেমন একটা বাড়বে না। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসেবলা হয় সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এতে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুষাশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্ অব্যাহত থাকতে পারে। ঘন কুযাশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো পঞ্চগড়ে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা কুমিল্লায় ২৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জনপদগুলোর মধ্যে কুড়িগ্রামের তাপমাত্রা ৬ দশমিক ৮, নওগাঁর বদলগাছির ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উপ-মহাসেশীয উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গপোসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন শৈত্যপ্রবাহ | বাড়বে | দেশে | সর্বনিম্ন | তাপমাত্রা | ৫৮ | ডিগ্রি |