ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেয়া আসনে জিতলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। তাও আবার বিশাল ব্যবধানে। ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা।
লোকসভা ভোটে উত্তর প্রদেশের রায়বেরিলি ও কেরালার ওয়েনাড দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন রাহুল। পরে ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে জীবনে প্রথমবার ভোটপ্রার্থী হন প্রিয়াঙ্কা।
শনিবারের গণনায় দেখা যায়, প্রিয়াঙ্কা তাঁর দুই নিকট প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সত্যেন মোকেরি ও বিজেপির নব্যা হরিদাসের চেয়ে ৪ লাখের বেশি ব্যবধানে এগিয়ে।
প্রিয়াঙ্কা পেয়েছেন ৬ লাখ ২২ হাজার ৩০৮ ভোট।সিপিআই প্রার্থী সত্যেন মোকেরি ২,১১,৪০৭ ভোট পেয়েছেন। তৃতীয় স্থান দখল করেছেন বিজেপি প্রার্থী নব্যা হরিদাস। তাঁর প্রাপ্ত ভোট ১,০৯,৯৩৯। অর্থাৎ নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৪ লাখের বেশি ভোটে হারিয়েছেন প্রিয়াঙ্কা।
জুনে লোকসভা ভোটে রাহুল পেয়েছিলেন ৬ লাখ ৪৭ হাজার ভোট। তাঁর জয়ের মার্জিন ছিল ৩ লাখ ৬৪ হাজার।
এনএস/