সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
বুধবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘ বাংলাদেশে ইস্কন সাধুর গ্রেপ্তার ও সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর চলা সহিংসতার খবর খুবই উদ্বেগজনক। আমি আবেদন জানাচ্ছি, কেন্দ্রীয় সরকার যেন এ ব্যাপারে হস্তক্ষেপ করে এবং বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি শক্তভাবে তুলে ধরে। ’
এর আগে দলটির মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান পবন খেরা এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার বাংলাদেশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানাবে বলে প্রত্যাশা করছে ভারতীয় জাতীয় কংগ্রেস।
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে কংগ্রেস আরও বলে, ইসকন সন্ন্যাসীকে গ্রেপ্তারের ঘটনা এই নিরাপত্তাহীনতার সর্বশেষ উদাহরণ।
এনএস/