ঘরোয়া টি-টোয়েন্টি লিগের আসর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) বলতে ৪ দিনের টেস্ট ম্যাচ বোঝালেও, এবার সেখানে যোগ হচ্ছে টি-টোয়েন্টি।
শনিবার (২৩ নভেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে দেশের তারকারদের উপস্থিতিতে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়।
এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বা স্পনসর হিসেবে থাকবে আল আরাফাহ ইসলামী ব্যাংক। টুর্নামেন্টের নামকরণ হয়েছে এভাবে; আল আরাফাহ ইসলামী ব্যাংক এনসিএল টি-২০, পাওয়ার্ড বাই ওয়ালটন। এখানে গোল্ড স্পনসর হিসেবে থাকবে ওয়ালটন। সিলভার স্পনসর থাকছেন লিলি মোয়েশ্চারাইজিং ক্রিম।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিনোদন জগতের দুই তারকা সিয়াম আহমেদ ও আমিন খান উপস্থিত ছিলেন।
নতুন এই টি-টোয়েন্টি লিগ নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘দায়িত্ব নেয়ার পর নতুন একটি টি-২০ লিগ আয়োজনের পরিকল্পনা ছিল। বিপিএলের আগে টুর্নামেন্টটি দেশি ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ। আশা করি, তারা সেই সুযোগ নেবে ও নিজেদের মেলে ধরবে।’
টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো।
লিগ পর্বের ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্লে অফের ৪ টি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
আগামী ১১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এনসিএল টি-২০।
টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস, টি-স্পোর্টস অ্যাপ। এছাড়াও ভারতের ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানকোডে’র মাধ্যমে খেলাগুলো দেখতে পারবেন দর্শকরা।
এম এইচ//